এসএসসি পাশের একটি জাল সার্টিফিকেট দিয়ে প্রতারণা পূর্বক বয়স সংশোধন করতে গিয়ে বরিশাল জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এর হাতেনাতে ধরা পরেছে প্রতারক শাহাদাৎ হোসেন শামিম নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় ওই কর্মকর্তার অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃত শামিম জানান, নগরীর ২৭ নং ওয়ার্ডের ইন্দ্রকাঠি এলাকার মোঃ মজিদ হাওলাদারের ছেলে সে। পেশায় একজন রং মিস্ত্রি।
একটি বেসরকারী প্রতিষ্ঠানে পিয়ন পদে চাকুরী নিতে বয়স কমানোর জন্য নির্বাচন অফিস কার্যালয়ে লিখিত আবেদনে সংশোধনের অনুকূলে কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করা এসএসসি পাশের একটি জাল সার্টিফিকেট প্রদান করে। তবে কোথায় এবং কোন কম্পিউটারের দোকান? কোথায় অবস্থিত? কে দিয়েছে সার্টিফিকেট ? এমন প্রশ্নের সঠিক তথ্য দেয়নি শামিম। এসএসসি পাশের সনদপত্রটি অনলাইনে সাপোর্ট না করায় পরবর্তীতে যাচাই-বাচাইয়ের পর সার্টিফিকেট জাল বলে আবেদনকারী শামিকে অফিস কার্যালয়ে আটক করে বরিশাল জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
তিনি বলেন, শুধু সার্টিফিকেটই নয়। বর্তমানে অধিকাংশ আবেদনকারী বিভিন্ন কাগজপত্র জাল দেয়ায় অফিসিয়াল কার্যক্রমে চরম বিঘ্ন ঘটছে। জাল সার্টিফিকেটসহ জালিয়াতিপূর্বক নানা কাগজপত্র তৈরীর পেছনে একটি চক্র কাজ করছে।
এই চক্রটিকে সনাক্ত কওে ব্যবস্থা না নেয়া হলে ভবিষ্যতে জালিয়াতিপূর্বক কার্যক্রম বৃদ্ধি পাবে। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ গিয়ে আটককৃত প্রতারক শামিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।