বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার।
বৃ্হস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছেকুল ইসলামের সভাপতিত্বে মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের মেম্বার প্রফেসর শাহিন খান, সৈয়দ হেমায়েত হোসেন, গোলাম সরোয়ার কবির,
জুনায়েদ আহমেদ, ট্রেজার ড. রফিকউদ্দিন আহমেদ প্রমুখ। বিকালে মুজিব শতবর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার বৃক্ষরোপণ করেন।