1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

প্রবাসীদের বিক্ষোভ, অপেক্ষা করার অনুরোধ মন্ত্রীর

  • সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৬

টিকিট ও ফ্লাইটের দাবিতে আজো বিক্ষোভ করেছেন করোনায় দেশে আটকে পরা সৌদি ফেরত প্রবাসী কর্মীরা। বুধবার সকাল থেকেই কারওয়ানবাজার এলাকায় এবং ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানান,

ছুটিতে দেশে ফিরে লকডাউনে আটকা পড়ে কর্মস্থলে ফিরতে পারেননি হাজার হাজার সৌদি প্রবাসী কর্মী। এরইমধ্যে মধ্যে তাদের অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে না পারলে আরও অনেকের অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হবে। আন্দোলনের মুখে দুপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রী গণমাধ্যমে প্রবাসীদের রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়ে সৌদি সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষার আহ্বান জানান।

অন্যদিকে আকামার মেয়াদ বাড়াতে সৌদি সরকারকে বাংলাদেশের পাঠানো চিঠির উত্তর পেতে অন্তত রবিবার পর্যন্ত অপেক্ষার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এখনো রাজধানীতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সৌদি আরবে যেতে ইচ্ছুক প্রবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪