প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন আমরা কখনোই কোনো পক্ষপাতিত্ব নির্বাচন করি না। পাবনা ৪ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। করোনা ভাইরাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটের দিন স্বাস্থ্যবিধি নেমে ভোটারদের কেন্দ্র যাওয়ার অনুরোধ করেন তিনি। বুধবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনকে ঘিড়ে
অইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কে এম নূরুল হুদা আরো বলেন,নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। সকালে কেন্দ্র কেন্দ্র ব্যালট পেপার যাবে।
নির্বাচনে কোনো বহিরাগত যেনো প্রভাব বিস্তার না করে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো আলমগীর, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ,পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম সহ জেলা আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
গত ২ এপ্রিল পাবনা ৪ আসনের শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুর পর এই আসনটি শূন্য হয় আগামী ২৬ উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।