1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

নাগরী ইউপি উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন জমা দিলেন অলি

  • সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৭

গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর। এই উপ নির্বাচনে নৌকার মাঝি হতে নৌকার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল ইসলাম অলি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নৌকার মাঝি অলি জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারিজা নূরের কাছে মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাগরী ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ ।আর শেষ দিন পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৬ সেপ্টেম্বর ওই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।

৩ অক্টোবরের মধ্যে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে। আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র আরো জানান, ওই ইউনিয়নের উপ-নির্বাচনে ২৭ হাজার ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৪ হাজার ১৫৯ জন পুরুষ ও ১৩ হাজার ৭৭১ জন মহিলা ভোটার। আর ওই সংখ্যক ভোটারদের ১৪টি কেন্দ্রের মাধ্যমে ভোট নেয়া হবে।

উল্লেখ্য, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল কাদির মিয়া নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪