পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির মানব উসাইন বোল্ট বাবা হলেন। অলিম্পিকে ৮টি সোনাজয়ী বোল্ট ও তাঁর বান্ধবী গত রোববার ক্যাসি বেনেট পৃথিবীতে স্বাগত জানিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানকে।ক্যারিয়ারটা নানা অর্জনে সমৃদ্ধ উসাইন বোল্টের। অবসর নিলেও পিতৃত্বের স্বাদটা পাওয়া হয়নি এতদিন করোনাভাইরাসের এই সময়ে ক্যারিবীয় দ্বীপদেশ জ্যামাইকায় খুশির হুল্লোর পড়েছে তাই। দেশটির ইতিহাসে সবচেয়ে বিখ্যাত মানুষ বোল্টের বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। গতকাল এক টুইট বার্তায় ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডের মালিক বোল্টকে অভিনন্দন জানান জ্যামইকান প্রধানমন্ত্রী।