বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ৮৭ নং স্মারকে ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রজ্ঞাপনে উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, বাছাই ২৬ সেপ্টেম্বর,
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।
উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
উপনির্বাচনে জয়ী হওয়া চেয়ারম্যান ১৭মাস দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ আগামী ২০২২ সালের মার্চ মাসে এ মেয়াদ শেষ হবে।