1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

আরহাম চৌধুরীর “স্বপ্নবাজ মন”

  • সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫২

বয়সে নবীন কিন্তু মেধা নিষ্ঠা সবকিছুইতেই পরিপক্বতার ছাপ স্পষ্ট। বলছিলাম এ প্রজন্মের উদিয়মান তরুণ মেধাবী কন্ঠশিল্পী আরহাম চৌধুরীর কথা। বাবা মা দুজনেই সংস্কৃতি অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের সুযোগ্য উত্তরসূরী আরহাম চৌধুরী। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর অনুারাগ তারই ধারাবাহিকতায় পড়ালেখার পাশাপাশি সমানতালে সঙ্গীত চর্চা করে চলছেন নিয়মিতভাবে।

ইতোমধ্যে বেশ কিছু গানের মধ্য দিয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। তার প্রথম মিউজিক ভিডিও ’গ্রীন সিগন্যাল’র পর প্রকাশিত হলো দ্বিতীয় মিউজিক ভিডিও ’স্বপ্নবাজ মন’। গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি তিনি নিজে এই গানের মিউজিক ভিডিও’তে মডেলও হয়েছেন।

ড. মোহাম্মদ আলমগীর আলমের কথায় ফারমিন ফয়সালের সুর ও রিপন খানে সংগীতে আরহাম চৌধুরীর ‘স্বপ্নবাজ মন’ গতকাল শুক্রবার রাতে আরহাম চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ পায়।

এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয়। এসময় অনুষ্ঠানে বাবা কমল চৌধুরী মা মুনা চৌধুরীসহ আরো উপস্থিত ছিলেন,অভিনেত্রী দিলারা জামান,শর্মিলী আহমেদ,শম্পা রেজা,গায়িকা সামিনা চৌধুরী,ফাহমিদা নবী,এস আই টুটুল,নায়ক আমান রেজা, মুকিত জাকারিয়া ও সংগীত পরিচালক রিপন খানসহ আরো অনেকে।

নতুন গানের প্রসঙ্গে আরহাম চৌধুরী বলেন, আমার প্রথম মিউজিক ভিডিও ‘গ্রীন সিগন্যাল’-এর মতো এই গানটিও সবার ভালো লাগবে বলে আমি আশা করছি। আমি আমার প্রতিটি গানেই সমপরিমাণ শ্রম নিষ্ঠার সাথে করে থাকি। সেই ছোটবেলা থেকেই গানের সাথে আছি।গানকে ভালোবেসে নিজের মধ্যে লালন করছি।গানের ব্যাপারে আমি বরাবরই বাবা-মা’র উৎসাহ সহযোগিতা পেয়ে আসছি।

আমি সব সময়ই চেষ্টা শ্রোতাদের জন্য নতুনত্বের ছোঁয়ায় ভালো কিছু উপহার দিতে।আমার সেই চেষ্টা থেকে আমার নতুন গানটি ও খুব যত্ন সহকারে করা হয়েছে।গানটি সবার ভালো লাগলে তবেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।

উল্লেখ্য আরহাম চৌধুরী দেশের বাইরেও গান করেছেন। যেমন আইএফএলসি, নিউইয়র্ক, জার্মানি, বেলজিয়াম, রোমানিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইউএই, সুইডেন প্রভৃতি

রাষ্ট্রে গান করে দর্শকদের মন জয় করেছেন। বাংলাদেশেও ভালো মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চান শিল্পী আরহাম চৌধুরী। তিনি সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪