গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে লাল মিয়া নামের এক লম্পট বখাটে সনাতন ধর্মের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেষ বর্ষের এক (২২) ছাত্রীকে শ্লীলতাহানি করেছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে থানায় মামলা এবং তাকে আটক করে শনিবার (৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুরে জেলে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। আটককৃত লাল মিয়া ব্রাহ্মনগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। ভূক্তভোগী ওই ছাত্রী জানান, গত ২ জুন ব্রাহ্মনগাঁও বাজার থেকে খাতা ক্রয় করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ব্রাহ্মনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে একা পেয়ে তার চলার পথ গতিরোধ করে এবং বিভিন্ন অশালিন কথাবার্তা শুরু করে। এর প্রতিবাদ করলে এক পর্যায়ে লাল মিয়া তার পরিহিত লুঙ্গি উঁচু করে স্পর্শকাতর স্থান দেখায় এবং ওই ছাত্রীর গায়ের ওড়না ধরে টানটানি করে। এছাড়াও ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে হাত দিয়ে যৌন কামনা হাসিলের চেষ্টা করে। কিন্তু তার ডাক-চিৎকার ও চেঁচা-মেচিতে পরিবার এবং আশপাশের লোকজন ছুটে আসলে লাল মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ভূক্তভোগী ওই ছাত্রী থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা ও আসামী আটক করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, লাল মিয়া প্রকৃতপক্ষে লম্পট ও বখাটে প্রকৃতির লোক। এর আগেও তাকে নিয়ে একাধিক বিচার-শালিশ করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ১০ ধারা মোতাবেক একটি মামলা (নং ২) হয়। সেই মামলায় তাকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুরে জেলে প্রেরণ করা হয়েছে।