1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

“আকাশের সীমানা ছুঁতে চাই”

  • সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৭৫

টগবগে তরুন, প্রচন্ড পরিশ্রমী, সারাক্ষন যার ধ্যান জ্ঞান নাচ কে ঘিরে, যে কিনা আকাশের সীমানা ছুঁতে চায় নাচ দিয়ে সেই মেধাবী তরুন নৃত্য শিল্পী ফারুক, সবার কাছে যিনি ফ্লাই ফারুক নামেই বেশি পরিচিত। আমাদের আজকের বিনোদন আড্ডার অতিথি ফারুক।

শান্ত : কেমন আছেন ফারুক ভাই?

ফারুক : আলহামদুলিল্লাহ। সৃষ্টি কর্তা যখন যে ভাবে রাখেন সেটাই ভাল। পৃথিবী অনেকটাই থমকে আছে। আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে সবাই। আমার নেশা পেশা ধ্যান জ্ঞান সব কিছুই নাচ কে ঘিরে তাই এই পরিস্থিতির মধ্যে আমাদের ও কষ্ট হচ্ছে তার পরেও বিশ্বাস করি সব আবার আগের মত হয়ে যাবে।

শান্ত : নাচের প্রতি ঝোক বা আগ্রহ তৈরি হল কিভাবে। এই পেশায় আসা তো অনেকের পরিবার থেকেও ঠিক ভাবে সাপোর্ট করেনা। আপনার ক্ষেত্রেও কি একই চিত্রের অবতারনা হয়েছিল?

ফারুক : দেখুন আমাদের সমাজে এখনো প্রচলিত পেশাকেই অনেকে খুব সম্মানের চোখে দেখেন। কারন তাতে জীবন জীবিকা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হয়না। আমার পরিবার ও স্বাভাবিক ভাবেই চেয়েছিলেন আমিও অন্য অনেকের মতই পড়ালেখা শেষ করে চাকরিবাকরি করব।

কিন্তু আমার সাধনা তো নাচ কে ঘিরে। তাই কমবেশি বাঁধা আসলেও শেষ পর্যন্ত আমার পরিবারের সদস্যরা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

শান্ত: ফ্লাই ফারুক এর পথ চলার গল্পটা একটু জানতে চাই

ফারুক : আমি ২০০০ সাল থেকে নিয়মিত ভাবেই নাচের সাথে যুক্ত। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ২০০৭ সাল থেকে ফ্লাই ফারুকের পথচলা শুরু। প্রথম দিকে যা হয় আরকি অনেকেই একটু অন্য ভাবে দেখেছেন।

কাজ পেতে কষ্ট হয়েছে। অনেকের কাছেই গিয়েছি আস্বস্ত করেছেন কিন্তু পরবর্তীতে হয়ত সেই কাজটি কোন এক অজানা কারনে হয়নি। এই গল্পগুলো আসলে প্রায় সব নতুনদের জন্যই একই রকম।তবে এর মাঝে আবার অনেকেই বন্ধুর মত হাত বাড়িয়ে দিয়েছেন।পাশে থেকেছেন তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ।

শান্ত : কোরিওগ্রাফি কবে থেকে শুরু করলেন।

ফারুক : আমি ২০১০ সাল থেকে নিয়মিত ভাবেই কোরিওগ্রাফির কাজ শুরু করি। সিনেমা নাটক, বিজ্ঞাপন চিত্র, মিউজিক ভিডিও, স্টেজ শো মোটামুটি সব মাধ্যমেই আমার কাজ করার সুযোগ হয়েছে। তবে এর মাঝে মিউজিক ভিডিওর কাজটি আনুপাতিক হারে একটু বেশি হয়েছে।

শান্ত: আপনি তো প্রচুর স্টেজ শো করেছেন।

ফারুক : হ্যা তা বলতে পারেন। আমার এই স্বল্প সময়ের ক্যারিয়ারের শুরুতেই আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার।আমি নিজেকে সত্যি সৌভাগ্য বান মনে করি। যেমন ধরুন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে।

তাছাড়া কর্পোরেট ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহতে ও আমার কাজ করার সুযোগ হয়েছে। যেমন গ্রামীন ফোন, সনি বাংলাদেশ ওয়ালটন প্রভৃতি। এছাড়া আমি দেশে বিদেশে প্রচুর স্টেজ শো করেছি। প্রথমে ব্রুনাই, মালয়েশিয়া, দুবাই, সিংগাপুর, কাতার, ভারত প্রভৃতি দেশে শো করার সুযোগ হয়েছে। আর এসব শো আমি আমাদের দেশের সব নামকরা শিল্পীদের সঙ্গে একত্রে নিয়মিতভাবে কাজ করেছি।

শান্ত: নাচ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

ফারুক : আমি ফ্লাই ফারুক একাডেমি থেকে নতুনদের নাচ এবং কোরিওগ্রাফি শেখানোর চেষ্টা করছি। আমাদের এখানের ছেলে মেয়েদের প্রচুর টালেন্ট রয়েছে শুধুমাত্র তাদের একটু গাইড লাইন দরকার। আমি সেই কাজটিই করছি। সবাই আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন।

শান্ত : আপনার কি মনে হয় নাচকে প্রফেশন হিসেবে নেয়ার মত সময় বা অবস্থা তৈরি হয়েছে?

ফারুক : এটি সত্যি আমার জন্য অনেক কঠিন প্রশ্ন। কারন আমি মনে করি আমি নিজে এখনো নবাগত। আর আমি কনটেম্পোরারি ধারায় কাজ করছি। যেমন আমি কখনো সেমি ক্লাসিকাল,

কখনো মর্ডান, হিপহপ সব কিছু মিলে আমি কাজ করি। কারন আমাকে প্রফেশনালি টিকে থাকতে হলে আমাকে ভিন্ন ভিন্ন ধারার কাজ করতেই হবে। যে প্রশ্নটি আপনি করেছিলেন সেই প্রেক্ষিতে বলছি এখন নাচকে অনেকেই প্রফেশন হিসেবে নিতে পারছে আবার অনেকেই পারছেনা। কারন পরিশ্রম মেধা সব থাকা সত্বেও অনেকেই সেই ভাবে সুযোগ পাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে কাজ করার পরে পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয়। একজন শিল্পী তৈরি হতে হলে কঠিন সাধনার মধ্যে দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার পরেই একজন সত্যি কারের শিল্পী তৈরি হয়।

আমরা ভুলে যাই যে শিল্পী দের ও জীবন আছে তাদেরও দৈনন্দিন জীবন আছে খাওয়া দাওয়া আছে সংসার আছে, তাকে তার প্রাপ্য সম্মান এবং সম্মানী দুটোই দিতে হয়। তাহলেই একজন শিল্পী এই নাচকে পেশা হিসেবে নিতে পারবেন।

শান্ত: আপনার পছন্দের নৃত্য শিল্পী কে কে?

ফারুক : আমাদের দেশে অনেকেই আমার খুব পছন্দের নৃত্য শিল্পী এবং কোরিওগ্রাফার রয়েছেন যাদের কাজ আমার খুব ভালো লাগে।


তাদের মধ্যে শিবলী মোহাম্মদ স্যার, শামীম আরা নীপা ম্যাডাম, আনিসুল ইসলাম হিরু স্যার, ওয়াসেক ভাই, তানজিল ভাই, সোহাগ ভাই সবাই আমার খুব শ্রদ্ধাভাজন। দেশের বাইরে যদি বলেন প্রয়াত মাইকেল জ্যাকসন, প্রভু দেবা, ঋত্বিক রোশন, টাইগার শ্রফ, রেমো ডি সুজা, গনেশ আচারিয়া অনেকেই আছেন। আসলে এই লিস্ট অনেক লম্বা।

শান্ত: দীর্ঘ এই পথচলায় পাশে পেয়েছেন এমন কেউ কি আছেন?

ফারুক : অনেকেই আছেন। যাদের প্রচ্ছন্ন ছায়া, দোয়া, আশির্বাদ আমার মাথার উপরে সবসময়ই ছিল এবং এখনো আছে। তবে আজ দুজন মানুষের নাম আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথেই নিতে চাই।

একজন চিত্র নায়িকা অপু বিশ্বাস দিদি তিনি সব সময় আমার পাশে থেকেছেন ছায়ার মত এবং অন্য জন সোহেল আফসান ভাই। তিনি আমার শুরু থেকেই সব সময় পাশে থেকেছেন বড় ভাইয়ের মত বন্ধুর মত। আর অন্য একজন আমার স্ত্রী নওরীন আফসারী শিমু। সে অনেককিছু ত্যাগ করেছে আমার জন্য সে পাশে না থাকলে এতদূর পথ পাড়ি দেয়া সম্ভব হতো না। সেই জন্য আমি শিমুর কাছে কৃতজ্ঞ। এছাড়াও সবার নাম হয়ত এই মুহুর্তে মনে পড়ছেনা। সে জন্য আমি বিনয়ের সহিত ক্ষমা চাচ্ছি।

শান্ত: বাংলাদেশ বুলেটিন ২৪.কমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ফারুক : ফ্লাই ফারুক একাডেমির পক্ষ থেকে বাংলাদেশ বুলেটিন ২৪.কম এবং আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪