যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে উত্তাল সারা বিশ্ব। এই প্রতিবাদে শামিল হয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারাও। ফুটবল মাঠে হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছেন কয়েকটি ক্লাবের খেলোয়াড়রাও। সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুতে এবার প্রতিবাদ জানিয়েছেন জ্যাডেন স্যানচো। জার্মান লিগ বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে স্যানচো গোল করে জার্সি খুলে সেলিব্রেট করেন। এতে লেখা ছিল, ‘জাস্টিস ফর ফ্লয়েড’। প্রতিবাদ জানিয়েছেন মার্কাস থুরাম, আশরাফ হাকিমি ও ওয়েসটন ম্যাককেনিও। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার মার্কাস বাহুবন্ধনীতে লিখে নিয়ে আসেন, ‘জর্জ ফ্লয়েডের জন্য ন্যায় বিচার চাই।’