আজ বুধবার কাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইকরচালী তারাগন্জ রংপুরে জাগরনী চক্র ফাউন্ডেশন রিয়ালাইজ প্রকল্প,নেটজ বাংলাদেশ ও বি এম জেড জামার্নি কতৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন কমিটি (EDC)গঠন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য জনাব মো: ইদ্রিস উদ্দিন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের SMC সভাপতি মো: হারুনুর রশীদ প্রধান শিক্ষিকা মোছা:দুলালী বেগম মো:আজিজুল ইসলাম (EO)জাগরনী চক্র ফাউন্ডেশন মোছা: মামুনজেরা আক্তার মিলি,লক্ষণ চন্দ্র রায় ( ESO) মোছা: রাজিয়া সুলতানা ESO
লতা রায় ESO, সাংবাদিক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং SMC সদস্য অভিভাবকবৃন্দ।পরে সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ আবুল কালাম আজাদকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট শিক্ষা উন্নয়ন কমিটি (EDC) নির্বাচন করা হয়। অনুষ্ঠানটি শিক্ষা উন্নয়ন মূলক বিভিন্ন অালোচনার মধ্য দিয়ে মোঃ ইদ্রিস উদ্দিন এর সভাপতিত্বে সমাপ্তি ঘটে।