কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চললেও বাসের ভাড়া নিয়ে বাড়ছে যাত্রী অসন্তোষ। চতুর্থ দিনের মতো দ্বিগুণ ভাড়া নিয়েই চলছে বাস। এ নিয়ে বাড়ছে যাত্রীদের অসন্তোষ।
তবে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করা বেশির ভাগ বাসে অর্ধেক যাত্রী নিতে দেখা গেছে। বাসে ওঠার সময় স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে দেখা গেছে কিছু ক্ষেত্রে। সামাজিক দূরত্ব নিশ্চিতে অতিরিক্ত ভিড় যাতে না হয়, সে ব্যাপারে অধিকাংশ যাত্রী ও বাস মালিকদের আগের চেয়ে সচেতন হতে দেখা গেছে।
এদিকে, বাসের ভাড়া নেয়ার ক্ষেত্রে সরকারের নির্দেশনা না মানলে শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে প্রশাসন আরো কঠোর নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছেন মন্ত্রী।