জব কনটেক্সট
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ব্যাংক এর আর্থিক সহায়তায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে কর্মকর্তা/ কর্মী নিয়োগ করা হবে
চাকরির দায়িত্বসমূহ
প্রযোজ্য নয়।
চাকরির ধরন
ফুল টাইম
অভিজ্ঞতা
সর্বনিম্ন ৩ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স সর্বোচ্চ ৩৫ বছর
পিকেএসএফ এর সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে শাখা পরিচালনায় ০২ বছরের অভিজ্ঞতা, এমআইএস, এআইএস রির্পোটিং এবং কম্পিউটার অফিস প্রোগ্রামে দক্ষ এবং প্রার্থীকে অবশ্যই স্মার্ট এবং উপস্থাপন ও বক্তব্য প্রদানে পারদর্শী হতে হবে।
কর্মস্থল
রাজশাহী
বেতন
শিক্ষানবিশ কালে ২৪,৮০০ /- টাকা। চাকরি স্থায়ীকরণ হলে পিএফ, গ্রাচ্যুয়িটি সুবিধা ও অন্যান্য ভাতাসহ সর্বমোট ৩১,৮০০ /- টাকা
আবেদনের পূর্বে পড়ুন
আগ্রহী প্রার্থীগণকে ২কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র আগামী ২০/৮/২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্ন স্বাক্ষরকারী (পদবি) বরাবর সরাসরি/ ডাকযোগে/ ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। ইমেইলে পাঠানোর ঠিকানা- shaplango@gmail.com (বিঃ দ্রঃ উল্লেখিত পদের জন্য ৩০০/-টাকা পরীক্ষার ফি বাবদ পরীক্ষায় অংশগ্রহণের সময় নগদে জমা দিতে হবে। সকল ক্ষেত্রে অধিক অভিজ্ঞ, দক্ষ, স্মার্ট ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)। উল্লেখ্য, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং কোন ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। উপজেলা পর্যায় বা গ্রামীণ জনপদে থেকে কাজ করতে হবে।
উপরোক্ত সকল পদে যোগদানের সময় একমাসের মোট বেতনের সমপরিমান টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে সংস্থায় জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, অধিক যোগ্য ও দক্ষ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন শিক্ষানবিশকালেও বাড়ানো যেতে পারে। বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ৩৭ ফিরোজাবাদ, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
রিজিউমি গ্রহণের উপায়
আবেদনের শেষ তারিখ:
২০ আগস্ট ২০২০
হার্ড কপি
Send your CV to shaplango@gmail.com হার্ড কপি বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ৩৭ ফিরোজাবাদ, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
প্রকাশ তারিখ
৮ আগস্ট ২০২০
কোম্পানির তথ্যাবলী
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা
৩৭, ফিরোজাবাদ, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী