করোনা ভাইরাসের কারণে ঈদ-উল-ফিতরের ন্যায় ঈদ-উল-আজহাতেও বরিশালে প্রধান জামাত হয়নি।
তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নগরের কালেক্টরেট মসজিদে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং অন্য কর্মকর্তারা নামাজ আদায় করেন। এ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের সময় ঈদ এবং শোকাহত অাগস্ট মাস।
তাই জাতির জনক এবং সেসময় শহীদ অন্য পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ঈদ ত্যাগ ও মহিমার, তাই করোনা আক্রান্তদের পাশে যেমন আমাদের থাকতে হবে, তেমনই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
এসময় নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা জানান, তারা নামাজ আদায়ের পর পশু কোরবানি দেবেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে মোনাজাতে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করা হয়। সেই সঙ্গে দেশ, জাতি ও বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়।