মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ২৫ জুলাই দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর বরিশাল ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট এর আয়োজনে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে ডিসি লেক বরিশালে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আবু সাইদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মুনিবুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বরিশাল বিমল চন্দ্র দাসসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার ডিসি লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।