সদা হাস্যজ্জল অধ্যাপক ও কবি সামসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। সরকারের স্বাস্থ্যবিধি মেনে বুধবার বেলা ১১ টায় যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চুড়ামনকাটি প্রেসক্লাবের সেক্রেটারি মিজানুর রহমান জানান, জানাযার নামাজ পরিচালনা করেন ছাতিয়ানতলা জামে মসজিদের ইমাম মাওলানা লিয়াকত হোসেন।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি শামসুর রহমান, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোশারফ হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী, সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবেদ আলী, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মসিউল আযম, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক ফয়েজ আলম মনির, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আবু তোহা, ইউপি সদস্য এনামুল কবির প্রমূখ।
আগামী শুক্রবার জুম্মাবাদ চুড়ামনকাটি বাজার জামে মসজিদ ও ছাতিয়ানতলা জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে বলে তার স্বজনরা জানিয়েছেন। সামসুজ্জামান ছিলেন এলাকার সকলের প্রিয় একজন মানুষ। হঠাৎ করে করোনায় আক্রান্ত হয়ে সামমুজ্জামানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫১ সালের ২০ অক্টোবর যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস (বাংলা) করে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ অধ্যাপনা শুরু করেন। ২০১২ সালে তিনি অবসরে যান। তিনি মৃত্যুকালে দুই ছেলে মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আর্ত্মীয় স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি অধ্যাপক মোঃ সামসুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।