চাকরির দায়িত্বসমূহপ্রিন্টিং কাজ করাডিজাইন, তৈরি, উংপাদন স্টাফ দের টেকনিক্যাল উপদেশ প্রদান করা লিয়াজন করানির্দেশনা অনুসারে পন্য তৈরি করাপ্রয়োজনীয় সংশোধন করাডেলিভারির পূর্বে ফেব্রিক মান নিশ্চিত করাস্যাম্পল তৈরি করাটেক্সটাইল প্রিন্ট করাসাপ্লায়ার থেকে ফেব্রিক / পন্য নির্ধারন মূল্যায়ন করা (ইন্টারনাল বা এক্সটার্নাল সাপ্লায়ার)চাহিদা অনুসারে পন্য নিশ্চিত করা এবং স্পেসিফিকেশন করা (কালার ফাস্টনেস, ডিউরাবিলিটি ইত্যাদি)সঠিক পন্য যাচাই করা ও বিভিন্ন অবস্থায় পারফরমেন্স এর জন্য পরীক্ষা করাউৎপাদন নিয়ন্ত্রণ করা ও মান বজায় রাখামান নিশ্চিত করতে চাহিদা ও পরিকল্পনা অনুসারে কাজ করাপ্রিন্টিং সংশ্লিষ্ট সমস্যা সমাধান করা ।
কাস্টমারের অভিযোগ নিয়ে কাজ করা সৃজনশীলতা ও ট্রেন্ড এর সাথে আপ টু ডেট থাকা চাকরির ধরন:ফুল টাইমশিক্ষাগত যোগ্যতাBachelor of Science (BSc) in Textile Technologyঅভিজ্ঞতাসর্বনিম্ন ৭ বছরঅভিজ্ঞতার ক্ষেত্র: Fabrics Printingশিল্পক্ষেত্র: Textileচাকরির প্রয়োজনীয় বিষয়সমূহবয়স ৩২ থেকে ৪০ বছরশুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেনকর্মস্থল:চট্টগ্রাম (পটিয়া)বেতন:আলোচনা সাপেক্ষআবেদনের শেষ তারিখ:১১ জুলাই ২০২০কোম্পানীর সুযোগ সুবিধাদিবেতন পর্যালোচনা: বার্ষিকউৎসব ভাতা: ২টি ( বার্ষিক )আবেদনের পূর্বে পড়ুনফোর এইচ ডাইং ও প্রিন্টিং লিমিটেড একটি বড় নিট টেক্সটাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে কাজ করতে কিছু প্রগতিশীল ব্যাক্তি আবশ্যক চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করা ও ফেব্রিক ডিজাইন এবং প্রিন্টিং এর পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে ।
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবেরিজিউমি গ্রহণের উপায়হার্ড কপিমানব সম্পদ ও প্রশাসন ফর এইচ গ্রুপ ৭৭৮ ডিটি রোড আশকারাবাদ, ডাবলমুরিং চিটাগাং,বাংলাদেশপ্রকাশ তারিখ:৫ জুলাই ২০২০কোম্পানির তথ্যাবলীফোর এইচ গ্রুপ ৭৭৮, ডি.টি রোড আসকারাবাদ, ডাবলমুরিং, চট্টগ্রাম।