1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

জি.এস পদপ্রার্থী মানিকের অশ্লীল কেলেঙ্কারি ফাঁস, ক্ষোভে ফুঁসছে গণ বিশ্ববিদ্যালয়

  • সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২

গবি সংবাদদাতা

ঢাকার আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (গকসু) ঘিরে ভয়াবহ বিতর্ক সৃষ্টি হয়েছে জি.এস পদপ্রার্থী রিদুয়ানুল ইসলাম মানিককে নিয়ে। গত ২৪ সেপ্টেম্বর রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ “গণ বিশ্ববিদ্যালয় পরিবার”-এ একাধিক নারী শিক্ষার্থীকে পাঠানো মানিকের অশ্লীল বার্তার স্ক্রিনশট প্রকাশ করা হয়। তবে মাত্র ২০ মিনিট পর রাত ২টা ২০ মিনিটে রহস্যজনকভাবে পোস্টটি মুছে ফেলা হয়েছে।

অভিযোগ রয়েছে, মানিক দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, বুলিং ও হয়রানিতে জড়িত। শুধু তাই নয়, ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠনে তার বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষমতার প্রভাবের কারণে এসব ঘটনায় রক্ষা পেয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন—“যে ব্যক্তি নারী শিক্ষার্থীদের জন্য হুমকি, সে ছাত্র সংসদের মতো মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল পদে প্রার্থী হওয়াই লজ্জাজনক, নারী হয়রানিকারীকে প্রার্থী হিসেবে আমরা মানতে পারছি না”।

পোস্টটি মুছে ফেলার পর শিক্ষার্থীদের আশঙ্কা আরও বেড়েছে। তারা বলছেন, প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করার অপচেষ্টা চলছে। অনেকেই মন্তব্য করেছেন, “প্রমাণ মুছে ফেলার চেষ্টা মানেই অপরাধের দায় এড়ানোর চেষ্টা।”

পুরো ক্যাম্পাসে এখন এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানিকের মতো চরিত্রহীন প্রার্থীকে অবিলম্বে নির্বাচনী প্রতিযোগিতা থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি তুলেছেন তারা।

এ ব্যাপারে গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জি.এস পদপ্রার্থী অভিযুক্ত রিদুয়ানুল ইসলাম মানিককের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কমিশন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪