নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের বিরুদ্ধে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে দেখা গেছে। স্লোগানের এমন একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন খন্দকার নাসির। এতে জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সামনেই নাসির বিরোধীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেয়।
স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি নাসির গ্রুপের সঙ্গে সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর বিরোধ চলে আসছে। দুইজনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
জানা গেছে, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার নাসির। এতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্য দিতে শুরু করলে ঝুনু গ্রুপের লোকজন ‘নাসির ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে তারা হল রুম থেকে বেরিয়ে যান।
ঝুনু গ্রুপের নেতৃত্বে রয়েছেন— আলফাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন। আর নাসির গ্রুপের নেতৃত্বে রয়েছে— থানা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সবেক সদস্য সচিব খসরু। দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপ প্রকাশ্যে একে অপরের বচসায় লিপ্ত। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে পরস্পর বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। এমনকি একে অপরের বিরুদ্ধে ঝাড়ু, জুতা মিছিল করেছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী জানিয়েছেন, নাসির সভাপতির বক্তব্য শুরু করলে হঠাৎ পেছন থেকে কয়েকজন নাসির ভুয়া, ভুয়া স্লোগান শুরু করে। এসময় তিনি কিছুসময় বক্তব্য দেওয়া বন্ধ রাখেন। পুনরায় বক্তব্য শুরু করলে অনেকে হল থেকে বেরিয়ে যান। এসময় জেলার সিনিয়র নেতারা চুপ করে স্টেজে বসেছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলছে, নানা কারণে নাসিরের সঙ্গে স্থানীয় বিএনপির মনোমালিন্য তৈরি হয়েছে। যা ক্রমেই বাড়ছে।
এদিকে, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল শেষে, বোয়ালমারী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মহসিন আলম চাঁদ ও দুলু চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তাদের শরীরের বিভিন্নস্থান জখম হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বোয়ালমারী পৌর যুবদলের নেতৃবৃন্দ।