নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গার্মেন্টসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, আন্দোলন চলাকালে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।
জানা গেছে, গাজীপুরের শ্রীপুরে ছুটি না দেয়ার বেতন কর্তন ও নির্যাতনের অপমানে এক পোশাক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে আন্দোলনে নামে শ্রমিকরা। আন্দোলনরতদের ওপর পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।