নারায়ণগঞ্জের কাঁচপুরে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযানে প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (২ জুন) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ জুন শনিবার রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কাস্টমসের সমন্বয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি কালো মাইক্রোবাস তল্লাশি করে ৯ হাজার ৭১৮টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা। তবে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত পণ্য ও মাইক্রোবাসের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলে রয়েছে। আমাদের নিরবিচ্ছিন্ন তৎপরতায় সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”