আজ শনিবার সকালে ডেসকো’র স্ক্যাডা সেন্টারে ডেসকো বোর্ডের ৫০২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম।
সভায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম আহমেদসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ২০২৪-২৫ অর্থ বছরের অনিরীক্ষিত ৩য় ত্রৈমাসিক আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন।
একটি উজ্জ্বল প্রতিবেদন তুলে ধরে জানানো হয়, গত অর্থবছরের ২০২৩-২৪ এ ডেসকোর অপারেটিং লস ছিল ১৮১.১২ কোটি টাকা, কিন্তু চলতি বছরে ডেসকো লাভ করেছে ১১০.৫২ কোটি টাকা। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সুচিন্তিত পরিকল্পনা ও ডেসকোর কর্মকর্তাদের কর্মোদ্দীপনার কারণে গত বছরের তৃতীয় প্রান্তিকে ২৭০.৮২ কোটি টাকা লস হলেও এই বছর লক্ষ্য রাখা হয়েছে মাত্র ৭৮.৫৫ কোটি টাকা লস। যদি এই উদ্যোগ অব্যাহত থাকে, তবে অতি শীঘ্রই ডেসকো পুনরায় ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে মুহাম্মদ রফিকুল ইসলাম এবং অন্যান্য বোর্ড সদস্যগণ ডেসকোর কর্মকর্তা-কর্মচারীদের অকল্পনীয় পরিশ্রম ও অবদানকে প্রশংসা জানিয়ে ধন্যবাদ প্রণাম করেন।
সভায় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক মোঃ সবুর হোসেন, এ. এইচ. এম জিয়াউল হক, প্রকৌশলী আবদুল্লাহ নোমান, অঞ্জনা খান মজলিশ, মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, লুতফে মাওলা আইয়ুব, ফারজানা চৌধুরী, ও ফারজানা শারমিনসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ডেসকোর ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ডেসকোর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করা হয়।