1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

কোভিড-১৯ এর মধ্যেও অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল গঠনে আশাবাদি বিসিবি

  • সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৮৯৪

কোভিড-১৯ মহামারির কারণে অনুশীলণ পিছিয়ে গেলেও অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল গঠনের বিষয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে গেছে মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের আয়োজনও। যা আগামী বছর অনুষ্ঠিত হবার কথা ছিল বাংলাদেশে।
বিশ^কাপকে লক্ষ্যবস্থু করেই মুলত প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ মহিলা জাতীয় ক্রিকেট দল গঠন করতে চায় বাংলাদেশ। একই ভাবে জাতীয় দল গঠনের পাইপলাইন সৃস্টিও লক্ষ্য বোর্ডের।
গত বছরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশে প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের কথা জানিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ দলকে কিভাবে পরিচালনা করা হবে সেটি নিয়েও একটি পরিকল্পনা প্রনয়ন করে রেখেছিল বিসিবি।


বোর্ডের মহিলা উইংয়ের চেরম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, তারা ইতোমধ্যে ৩০জন খেলোয়াড় বছাই করে ফেলেছেন। মুলত: বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই তাদেরকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য বাছাই করা হয়েছে।
তিনি বাসসকে বলেন,‘ বিভিন্ন জেলার বিভিন্ন বয়সি দল থেকেই তাদের বাছাই করা হয়েছে। ব্যাপক যাচাই বাছাই করেই এই মেয়েদের নির্বাচন করা হয়েছে। এরা আন্তর্জাতিক ক্রিকেটে সফলতা অর্জন করতে পারবে বলে আমাদের বিশ্বাস।’
নাদেল বলেন,‘ সব প্রস্তুতি প্রায় শেষ করেই আমরা যখন অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হানা দেয় কোভিড-১৯ মহামারি। মেয়েদের তাই নিজেদের বাড়িতে ব্যায়াম করে নিজেদের ফিটনেস ধরে রাখার পরামর্শ দেয়া হয়েছে। তাদেরকে একটি গাইডলাইনও দেয়া হয়েছে। ’


করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সুচিতে মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন নিয়েও শংকা প্রকাশ করেছেন নাদেল। তিনি বলেন,‘ আইসিসি এখনো এটি নিয়ে কোন কথা বলেনি। আমরাও কথা বলিনি। তবে এটি নির্ধারিত সময়ে আয়োজন করা যাবে বলে আমি মনে করিনা। পরিস্থিতির নাটকিয় উন্নতি না হলে এটি আয়োজন করা কঠিন হবে। ’
নাদেল বলেন,‘ তবে বিশ্বকাপ আয়োজিত না হলেও যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল গঠন বাঁধাগ্রস্ত হবে বলে আমি মনে করিনা। মহিলা বিশ্বকাপের দল গঠনের জন্য পাইপলাইন সমৃদ্ধ করতেও আমাদেরকে এই দল গঠন করতে হবে।
দীর্ঘ সময় ধরে আমরা মহিলা ক্রিকেটকে এগিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। এ জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। ধীরে ধীরে আমাদের নারী দল বিশ্ব সেরাদের বিপক্ষে নিজেদের যোগ্যতার প্রমান দিতে সক্ষম হবে। তাই আমরা মনে করি অনূর্ধ্ব-১৯ নারী দল গঠন করতে পারলে সেটি আমাদের কাজে আসবে।’


বিশ্বকাপ স্থগিত হলেও কোভিড-১৯ চলে যাবার সঙ্গে সঙ্গে অনুশীলনে নেমে পড়বে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। নাদেল বলেন,‘ পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা অনুশীলন শুরু করবে। অনুশীলনের জন্য আমরা ইতোমধ্যে একটি গাইডলাইন তৈরী করেছি। তাদেরকে বিশ্বমানের সুযোগ সুবিধা দেয়া হবে। যাতে তারা ভালভাবে প্রস্তুতি নিতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪