নিজস্ব সংবাদদাতা
আজ অমর একুশে ফেব্রুয়ারি। সকল ভাষা শহীদদের প্রতি দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
বিবৃতিতে মোঃ আইয়ুব আলী হাওলাদার বলেন, আজ রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন। অন্য সবার মত দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বিনম্র শ্রদ্ধা রইল।
বা বু ম/ সোহেল