1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে – সেনাপ্রধান পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য উদঘাটনই পুনঃতদন্তের লক্ষ্য:ফজলুর রহমান যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান বরখাস্ত ন্যাটো সদস্যপদের জন্য প্রয়োজনে আমি প্রেসিডেন্টের পদ ছাড়তেও প্রস্তুত – ভলোদিমির জেলেনস্কি চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো বাধা নেই – আপিল বিভাগ ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা  হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা : চিফ প্রসিকিউটর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘চড়ুই মেলা` অনুষ্ঠিত শহীদ মিনারে বিএনপি নেতা মাহবুব আলমগীরের শ্রদ্ধা

আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

  • সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৬

ডেস্ক রিপোর্ট-
টঙ্গীর তুরাগ নদীর তীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরই মধ্যে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি তুরাগ তীরে অবস্থিত ইজতেমা ময়দানের মূল প্যান্ডেলে এসে অবস্থান নিয়েছেন।

ইজতেমা আয়োজক সূত্রে জানা গেছে, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বাদ ফজর থেকে উর্দুতে আম বয়ান শুরু করেন। তার এ বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

এরপর সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল সাহেব।

তাবলীগ জামায়াতের শুরায়ে নেজামের আয়োজনে ছয় দিনব্যাপী প্রথম পর্ব হচ্ছে। এবার দুটি ধাপে অনুষ্ঠিত হবে এই পর্বটি। প্রথম ধাপ ৪১ জেলার মুসল্লি নিয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। আর ২৩ জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থিদের তিনদিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে।

এদিকে আজকের প্রথম পর্বে শিক্ষকদের উদ্দেশে সকাল ১০টায় বয়ান করবেন ভারতের মাওলানা মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের নিয়ে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)।

মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ। জুমার নামাজ পরাবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

এদিকে আজ বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এ জুমার নামাজে অংশ নিতে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক পথ, রেলপথ ও নৌপথসহ সব পথেই মুসল্লিদের কাফেলা টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে ছুটছে। জুমার লাখ লাখ মুসল্লি শরিক হবেন বলে আশা করা হচ্ছে।

ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র্যাব কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অবস্থান করছেন। এছাড়া ইজতেমার নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় ১০ হাজার।

ইজতেমার মুরুব্বিদের দেওয়া তথ্যমতে, ১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন করা হয়। তারপর ১৯৪৮সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে ও ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়।

এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমানস্থলে স্থানান্তর করা হয় ইজতেমা। পরে সরকারিভাবে ১৯৭২ সালে তুরাগ তীরের ১৬০ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪