ডেস্ক রিপোর্ট-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের যে নতুন যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে যেটা বেশি দরকার, সেটা হলো অরাজনৈতিক একটি ঐক্য এবং মেধার চর্চা করা সুযোগ যেন সবাই পায়। সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় যেন বেড়িয়ে আসে। ’
আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবীতে সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আগস্ট মাসে দেখেছি, যে ভয়াবহ ফ্যাসিস্ট সরকার উৎখাতের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র এবং জনগণ। দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা বাংলাদেশ শাসন করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। ’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল উদ্দেশ্যে হচ্ছে, তরুণ-যুবকদেরকে রাজনীতি, একইসঙ্গে ক্রীড়াঙ্গনে তাদের যে পদচারণ থাকা উচিত এবং খেলাধুলার বিষয়টা হওয়া উচিত। অর্থাৎ সত্যিকার অর্থে তারেক রহমানকে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন। তিনি একটা সত্যিকার অর্থে সমৃদ্ধ একটি বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। ’
তিনি বলেন, ‘রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা আমি কখনো দেখেনি। এটা আধুনিক রাজনৈতিক চিন্তা। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। এজন্য আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন।