ডেস্ক রিপোর্ট-
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণরূপে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা হবে।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তরের চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।’
সেবার মান বাড়ানো হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পাসপোর্ট পেতে এখনও বেশি সময় লাগে। কাজ দ্রুত সম্পন্ন করার কথা বলেছি।’