1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫২
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডেস্ক রিপোর্ট-  

রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত ম্যানুভার অনুশীলন- ২০২৪/২৫ এ  একটি পদাতিক ব্রিগেড গ্রুপ এর অনুশীলন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য রাজবাড়ীর কালুখালীতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার (০৫ জানুয়ারি) কালুখালী উপজেলার মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ’র) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত ম্যানুভার অনুশীলনটিতে নিজে উপস্থিত থেকে প্রশিক্ষণটির সার্বিক কার্যক্রম উপভোগ করবেন তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে,প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সকাল ১১ টায় মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি ভিউ পয়েন্টে অবস্থান করবেন। দুপুর ১২ টায় তিনি ব্রিফিং পয়েন্টে গমন পূর্বক বক্তব্য প্রদান করবেন। দুপুর সাড়ে ১২ টায় বিশ্রামগারে আগমন করবেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন।

অনুশিলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এবং জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম উপস্থিত থাকবেন।

একই দিনে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যগণের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তিনি রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪