ডেস্ক রিপোর্ট-
এমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের নতুন কোনো ধারণা নয়; আরও আগেই বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে মানুষের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে। জনগণ সংস্কারের সাথে সাথে স্বস্তি চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।