স্টাফ রিপোর্টার-
আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিল প্রতিহত করতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা।
আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলে দলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তবে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কার্যালয় ও আশপাশের এলাকায় চোখে পড়েনি।
সন্দেহজনক কয়েকজনকে বিএনপির নেতাকর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেছেন। তাদের থানায় নিয়ে গেছে পুলিশ।
বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে। বিজিবির সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া বিজিবির গাড়ি টহল দিচ্ছে।
এদিকে, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও দুপরের দিকে সেখানে জড়ো হওয়ার কথা রয়েছে।
সকাল ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এর পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেন।
গত ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।
তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন। রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে দুজনকে মারধরের পর পুলিশে দেয়া হয়।