ডেস্ক রিপোর্ট-
রাজধানী ঢাকায় ছিনতাইকারী ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান সাঁড়াশি অভিযানে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আলতাফ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে- সরকার পতনের পর উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং সৃষ্টি করে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন আলতাফ।
যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। পাশাপাশি উক্ত অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।
তার আসল নাম আলতাফ হোসেন হলেও ঠোঁটকাটা আলতাফ নামেই সমধিক পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন আলতাফ।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকদিন আড়ালে ছিলেন আলতাফ। গতকাল মঙ্গলবার উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন তিনি। সংবাদ পেয়ে রাতেই ডগ স্কোয়াডসহ বস্তিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। পরে আলতাফ ও তার সহযোগীদের আটক করা হয়।