স্টাফ রিপোর্টার-
উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মত ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা জিতল স্পেন। এ জয়ে তারা জার্মানিকে টপকে ইউরোর ইতিহাসে সবচেয়ে সফল দলের তকমা নিজেদের করে নিলো।এর আগে তারা ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলো। ২০২৪ আসরের শিরোপা তাদের ইউরোর রোল অব অনারের শীর্ষে পৌঁছে দিলো।
২০১২ সালে তৃতীয়বারের মতো ইউরো জেতে স্পেন। গত ১২ বছর জার্মানির সাথে যৌথভাবে তারা ইউরোর সর্বোচ্চ চ্যাম্পিয়ন তকমা ভাগাভাগি করে আসছিলো। জার্মানি ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন।
উল্লেখ্য, চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় এখন থেকে এককভাবে ইউরোর শীর্ষে অবস্থান করবে স্প্যানিশরা। তাই স্পেনকে এখন ইউরোর নতুন রাজা বলাই যায়।