জব কনটেক্সট কাজের স্থানঃ কেইপিজেড, নর্থ পতেঙ্গা, চিটাগাং চাকরির দায়িত্বসমূহ কালার এ্যাডজাস্টমেন্ট ও শেড ম্যাচিং করা (পলিস্টার/কটন/নাইলন) ডাইং প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা নতুন ম্যাটেরিয়াল এর ব্যবস্থা করা (টেপ/ইয়ার্ন/ ডাইস/কেমিকেল) চলতি এম/সি প্রোগ্রাম ফলোআপ করা রেজিস্ট্রার বইতে ফর্মেট এন্ট্রি করা ম্যানেজমেন্ট প্রদত্ত অন্যান্য দায়িত্বপালন করা নতুন কালার কম্বিনেশন / কালার সিলেকশন করা দিনে ও রাত্র কাজ করতে পারা চাপের মধ্যে কাজ করতে পারা যে কোন ডাইং সমস্যা অনুসন্ধান ও সমাধান করতে পারা চাকরির ধরন:ফুল টাইম
অভিজ্ঞতা:সর্বনিম্ন ৫ বছর চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স ২৫ থেকে ৩৫ বছর শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন ডাইং এ ৫ বছরের অভিজ্ঞতা থাকা উত্তম দলকর্মী, পরিপাটি, পদক্ষেপগ্রহন করা ও বিস্তারিত জানা থাকা দক্ষতার সাথে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা বিবেচনাযোগ্য জ্ঞান থাকা /ডাইং কাজ বুঝতে পারা কম্পিউটারের এমএস অফিস দক্ষতা থাকা ডাই কনটিনিউআস বিষয়ে অভিজ্ঞতা থাকা ইংরেজী লেখা ও বলার দক্ষতা থাকা কর্মস্থল:চট্টগ্রাম বেতন:টাকা. ২৫০০০ – ৩০০০০ (মাসিক ) আবেদনের শেষ তারিখ:৩০ জুলাই ২০২০ কোম্পানীর সুযোগ সুবিধাদি যানবাহন সুবিধা প্রভিডেন্ট ফান্ড সুবিধা (কনফার্মেশন এর পর) ফ্রি লাঞ্চ ও সকালের নাস্তা ২টি উৎসব বোনাস (কনফার্মেশন এর পর) বিইপিজেডএ নিয়ম অনুসারে প্রদত্ত অন্যান্য সুবিধা রিজিউমি গ্রহণের উপায় হার্ড কপি আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক সিভি, সকল শিক্ষাসনদের ফটোকপি ও একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে।
বরাবর, এইচআর বিভাগ, ন্যাচারাব এক্সেসরিজ বিডি প্রাইঃ লিমিটেড, প্লট ৫৫-৬০, কর্নফুলী ইপিজেড, চিটাগাং, বাংলাদেশ প্রকাশ তারিখ:৩০ জুন ২০২০ কোম্পানির তথ্যাবলী ন্যাচারাব এক্সেসরিজ বাংলাদেশ (প্রাই) লিমিটেড প্লট নং: ৫৫-৬০, সেক্টর- ২, কর্ণফুলী ইপিজেড, চট্টগ্রাম, বাংলাদেশ।