স্টাফ রিপোর্টার- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ন উদ্ধার করা হয়েছে। এপিবিএন, কাস্টমস ও এনএসআই এর যৌথ এক অভিযানে সৌদি এয়ারলাইনসের ১ নারী কেবিন ক্রু’কে এসময় আটক করা হয়েছে।
আটককৃতের নাম- রোকেয়া খাতুন(৪০)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সৌদি এয়ারলাইনসে তিনি কেবিন ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তার কাছ থেকে ১৯৬৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজ (২৯ মে) বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন গতকাল রাত ১০ টায় সৌদি এয়ারলাইসের SV-804 ফ্লাইট টি রিয়াদ থেকে ঢাকা এসে ল্যান্ড করে। গোপন তথ্যের উপর ভিওি করে এপিবিএন, এনএসআই এবং কাষ্টমস সদস্যদের যৌথ উপস্থিতিতে SV-804 ফ্লাইটের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুন কে কাস্টমস গ্রীন চ্যানেলে তল্লাশী করলে তার কাছে ১১ টি স্বর্নের বার, ৮ টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম।
এপিবিএন এর এই কর্মকর্তা আরও জানান অভিযুক্ত ওই নারী ক্রু’র বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।