1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

২২ সদস্যের নির্বাচনী মনিটরিং সেল গঠন করেছে ইসি

  • সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮
সায়েম। আজ রবিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।
সায়েম। আজ রবিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলার সব বাহিনীর সমন্বয়ে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেলের নেতৃত্ব দেবেন আইডিএ প্রকল্প-২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। আজ রবিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সচিবালয়ে স্থাপিত সেই সেলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে কর্মকর্তা পাঠানো এবং ৫ জানুয়ারি প্রাক-পরিকল্পনা সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ৬ তারিখ সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি একই সময় পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মনিটরিং সেল কাজ করবে। দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করবেন। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ইসিকে জানাতে হবে।

নির্বাচনে মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত করবে মনিটরিং সেল। ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে থাকা র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে সমন্বয় করবে তারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণে নিরাপত্তায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করবেন মনিটরিং সেলের সদস্যরা। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা করবেন তারা।

নির্বাচন কমিশনের নির্দেশনা তাৎক্ষণিক মাঠপর্যায়ের বাহিনীকে অবহিত করবেন মনিটরিং সেলের প্রতিনিধিরা। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী এলাকাগুলোর আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনাবলী ইসি সচিবালয়ের ‌‌‌‌‌‌মনিটরিং অ্যাপসে চটজলদি এন্ট্রি করবেন। পরে ইসিতে গঠিত কেন্দ্রীয় মনিটরিং সেলে তা পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪