স্টাফ রিপোর্টার-
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘মাগুরা থেকে আমার পাওয়ার কিছু নেই, এখন কিছু দিতে চাই।’ বৃহস্পতিবার বিকালে মাগুরা শহরের মোল্লাপাড়া ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে সাকিব আল হাসান বলেন, ‘আমি আপনাদের মাঝে কাজ করতে চাই। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি জয়ী হতে পারলে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার জায়গা থেকে সর্বাত্মক কাজ করবো। আমি মাগুরার মানুষ। আমি মাগুরাবাসীকে কিছু দিতে পারিলে সারাজীবন শান্তি থাকবে মনের মধ্যে। এই সমাবেশে আপনাদের মাঝে উপস্থিত পেরে নিজে ধন্য মনে করছি। আমার চাওয়ার কিছু নেই। এখন আপনাদের যদি কিছু দিতে পারি, আমি খুশি হবো।’
পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ অন্য নেতাকর্মীরা।