স্টাফ রিপোর্টার-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। আজ রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের কার্যালয়ে দুপুর সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দলটির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি। এবার আওয়ামী লীগকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তারা।এর আগে নির্বাচনে আসা ও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে মহাসচিব মুজিবুল হক চুন্নু সকলকে ৩ ঘণ্টা অপেক্ষা করতে বলেছেন। এ সময়ের পরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি।
আজ রবিবার দুপুর ১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে চুন্নু বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন করবার জন্য আমরা এসেছি। কিন্তু আমরা পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। নির্বাচনের বিষয়ে আজ এবং আগামীকাল, এ দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রত্যাহারের দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা কিভাবে করব বা করব না সেই বিষয়টা আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার। সে জন্য আমাদের দলের চেয়ারম্যান সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি এখন অফিসেই আছেন। আরও কিছু নেতারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা দরকার। তাদের সঙ্গে কথা বলে আজকে বিকেলে আমরা সব জানিয়ে দিব।’