স্পোর্টস ডেস্ক-
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ফুটবল দলকে আগামী এক বছরের জন্য ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
নিচের দিকের দুই লিগে বিকেএসপির খেলোয়াড়দের দুই পরিচয়ে খেলার বিষয়টি বাফুফের নজরে আসে। এরপর তারা সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ, কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দোষ খুঁজে পায়। তারই প্রেক্ষিতে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিকেএসপির সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং কোচ রবিউল ইসলামকে ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খেলোয়াড়দের এই নাম পরিচয়-পরিবর্তনের ক্ষেত্রে কোচদের সংশ্লিষ্টতা খুঁজে পেয়ে বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের দুই জনকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে।
নাম পরিবর্তনকারী তিন খেলোয়াড় নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবেন। এছাড়া বিকেএসপিকে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।