স্টাফ রিপোর্টার-
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি সোনার বারসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে বিজি ২৪৮ ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে ২৮০টি সোনার বার ও ছয়টি সোনার বল জব্দ করা হয়। এসব সোনার ওজন ৩৪ কেজি ৩৫১ গ্রাম। এসময় শিশু নারীসহ নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চারজনকে আটক দেখানো হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, সোনা রবারসহ কয়েকজন আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আমার কাছে এখনও বিস্তারিত তথ্য আসেনি।