1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে- আইজিপি রাজধানীর কারওয়ান বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানালো বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম- আইজিপি শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা! ক্রেতা সেজে বসুন্ধরা শপিং মল থেকে আইফোন চুরি করতে গিয়ে আটক ১ কাল থেকে বৃষ্টি হতে পারে ডিমের হাফ সেঞ্চুরি, সবজির দাম আকাশ ছোঁয়া ছিনতাই হওয়া স্বদেশ আবার ফিরিয়ে আনেন শেখ হাসিনা- ড.সৈয়দ আনোয়ার হোসেন

ক্রীড়াঙ্গনের যারা হলেন নৌকার মাঝি

  • সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৬০
মাগুরা-১ সাকিব আল হাসান ও নরাইল-২ মাশরাফি বিন মর্তুজা
মাগুরা-১ সাকিব আল হাসান ও নরাইল-২ মাশরাফি বিন মর্তুজা

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। এবারের নির্বাচনে বড় চমকের নাম জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে।

বর্তমান সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন নড়াইল-২ থেকে। সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪ থেকে মনোনয়ন পেয়েছেন।

সাবেক অ্যাথলেট মাহবুব আরা গিনি এবারও গাইবান্ধা-২ থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন। সাবেক হকি খেলোয়াড় এবং আবাহনীর পরিচালক নসরুল হামিদ বিপু ঢাকা-৩ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

দুই সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের ও বীরেন শিকদার এবং বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবারো পেয়েছেন নৌকার মনোনয়ন। ওবায়দুল কাদের নোয়াখালী-৫, বীরেন শিকদার মাগুরা-২ ও জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনে পেয়েছেন নৌকার টিকিট।

আবাহনীর পরিচালক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি শাহরিয়ার আলম রাজশাহী-৬, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক নাটোর-৩, বাফুফের সহসভাপতি ও আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬, আবাহনীর চেয়ারম্যান সালমান ফজলুর রহমান ঢাকা-১, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম দস্তগীর গাজী নারায়নগঞ্জ-১, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১, বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সভাপতি শাহজাহান খান মাদারীপুর-২, বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আহম মুস্তফা কামাল কুমিল্লা-১০ এবং সাবেক ফুটবলার ও বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান বীর বাহাদুর উ শৈ সিং বান্দরবান থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

ক্রীড়াঙ্গনের দুই পরিচিত মুখ বর্তমান সংসদ সদস্য সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব ও বাফুফের সাবেক সদস্য শামসুল হক চৌধুরী এবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪