1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

  • সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১২৬
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক-

কদিন আগে লিওনেল মেসির আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলের মাঠে জিতেছিল। এবার তাদের জুনিয়ররাও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুর্দান্ত জয় পেলো। অধিনায়ক ক্লাউদিও এচেভেরির হ্যাটট্রিকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। শুক্রবার জাকার্তায় ৩-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়নরা।

১৭ বছর বয়সী এচেভেরির দারুণ পারফরম্যান্সে পাত্তা পায়নি ব্রাজিল। রিভার প্লেটের ফরোয়ার্ড ২৮তম মিনিটে একক প্রচেষ্টায় গোলমুখ খোলেন। ড্রিবলিং করে ব্রাজিলের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে লক্ষ্যে বল পাঠান। তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়।

ব্রাজিল গোলশোধে মরিয়া ছিল। বেশ কয়েকটি সুযোগ তারা তৈরি করেছিল। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বল ফিনিশিং ও শেষ মুহূর্তে আর্জেন্টাইন রক্ষণভাগের প্রতিরোধে পেরে ওঠেনি তারা।

এচেভেরির দ্বিতীয় গোল ছিল দর্শনীয়। ৫৯তম মিনিটে বক্সের প্রান্তে বল পান তিনি। ব্রাজিলিয়ানদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী হ্যাটট্রিক করেন ৭৩ মিনিটে। কাউন্টার অ্যাটাকে বল ধরে ব্রাজিলিয়ান কিপারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে জালে বল জড়ান এচেভেরি।

দেশের ফুটবল ইতিহাসে একমাত্র অধরা ট্রফি জেতার মিশনে আরেক ধাপ এগিয়ে গেলো আর্জেন্টিনা। স্পেনকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে জার্মানি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪