1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত হার বার্সার

  • সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৫
গোলের পর শাখতারের উল্লাসের একটি মুহূর্ত।
গোলের পর শাখতারের উল্লাসের একটি মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদক-

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করতে একটি পয়েন্ট প্রয়োজন ছিল বার্সেলোনার। হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। কিন্তু তিন ম্যাচ জেতা দলটি অপ্রত্যাশিত হার দেখেছে শাখতার দোনেৎস্কের কাছে। লা লিগা চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে অপেক্ষায় রেখে দিয়েছে ইউক্রেনিয়ান জায়ান্টরা।    

ম্যাচটায় বেশ কিছু পরিবর্তন এনেছিলেন জাভি। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। কিন্তু শাখতারের গোছানো রক্ষণের সামনে পেরে উঠেনি। লক্ষ্যে ছিল মাত্র একটি শট! ৪০ মিনিটে ইউক্রেনিয়ান ক্লাবটির হয়ে চমক দেখান সিকান।

বিপরীতে বার্সা প্রতিপক্ষ গোলকিপারকে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি। ৬০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আনতে ৪টি পরিবর্তনও আনেন জাভি। তার পরেও শাখতারের দৃঢ়তায় গোলের দেখা পাননি তারা।

অপর দিকে পিছিয়ে পড়েও প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কে হারিয়েছে এসি মিলান। ফরাসি জায়ান্টদের ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষেও উঠেছে তারা। ৯ মিনিটে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন সাবেক এসি মিলান ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার। যদিও অগ্রগামিতা টিকে ছিল মাত্র ৩ মিনিট। ১২ মিনিটে স্কোর ১-১ করেছেন লেয়াও। বিরতির পর শক্তিশালী হেডে জয়সূচক গোলটি করেছেন মিলান স্ট্রাইকার অলিভিয়ের জিরুদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪