ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেটকে বিদায় বলেছেন। তার এমন আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের সব ভক্ত-সমর্থকদের মনে দাগ কেটে গেছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে নিয়ে কথা বললেন দিন পেরিয়ে মধ্যরাতে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর তামিম ইস্যুতে শুরুতেই বোর্ড সভাপতি পাপন বলেন, ‘আজকে বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। তার সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি।’
তামিমকে আবারো দলে ফেরানোর জন্য যোগাযোগ শুরু করেছেন জানিয়ে পাপন বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তামিম শুধুমাত্র সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের কথা জানিয়েছেন। তবে বোর্ডের নিয়ম অনুযায়ী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র বোর্ডে জমা দেননি এমনটি দাবি করেছেন পাপন। অবশ্য তামিম যদি অবসর ভেঙে ফেরেন খুশিই হবেন বিসিবি সভাপতি।
পাপন বলছিলেন, ‘আমাদের প্ল্যান হচ্ছে, আমরা চাইছি সে সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। সে আমাদের কাছে এখনও পদত্যাগ করেনি। তামিম এখনো গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার আমাদের তাকে ওয়ানডে দলে। যদি সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হবো। আমরা সেটার জন্য অপেক্ষা করব।’
ব বু ম / অ জি