1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

তামিমের চোখের জলে বিদায়, মানতে পারছেন না সতীর্থরাও

  • সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৯৬

ক্রীড়া ডেস্ক

১৬ বছরের ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন। একসময় তামিম ইকবালের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকতেন কোটি কোটি সমর্থক। তামিম ভালো খেলা মানেই বাংলাদেশের জয়, এমন একটা কথাও প্রচলিত হয়ে গিয়েছিল।

রেকর্ড আর পরিসংখ্যানের দিকে তাকালেও একটা বিষয় স্পষ্ট, তামিম দেশের অন্যতম সেরা ব্যাটার এবং সর্বকালের সেরা ওপেনার। তার মতো একজনের হঠাৎ এমন বিদায়, মেনে নিতে পারছেন না সমর্থকরা।

আজ (৬ জুলাই) এক বুক অভিমান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম। বিদায়বেলায় ভেঙে পড়েছেন কান্নায়, যা দেখে চোখের জল বাঁধ মানেনি ভক্ত-সমর্থকদের।

তামিমের এমন বিদায়ে স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে তার বর্তমান এবং সাবেক সতীর্থদেরও। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আপনার সঙ্গে দীর্ঘ পথচলায় ছিলাম। একসঙ্গে মাঠ ও মাঠের বাইরে কত কত মুহূর্ত আর স্মৃতি। একজন ভাই এবং অধিনায়ক হিসেবে আপনি আমাকে যে সমর্থন দিয়েছেন, আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তামিম ভাই আপনাকে আমরা সবাই মিস করব।’

আরেক পেসার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘খবরটা শুনে স্তম্ভিত হয়ে গেছি। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আপনার দিকনিদের্শনা এবং আমার কাঁধে আপনার সমর্থনপুষ্ট হাতটা সবসময় মিস করব তামিম ভাই।’

তামিমের জাতীয় দলের ওপেনিং সঙ্গী লিটন দাসের ফেসবুক পোস্ট, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি। বিশ্বাস করতে পারছি না আপনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না। আমরা আপনাকে খুব মিস করব ভাই। ভবিষ্যত জীবনের জন্য আপনাকে অনেক শুভকামনা।’

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘১৫ হাজারের বেশি আন্তজার্তিক রানের মালিক বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। তামিম ভাই আপনার কাছ থেকে খেলা ও জীবনের মূল্যবান অনেক শিক্ষা পেয়েছি। আমি আপনার অটল সমর্থন, বিশ্বাস এবং উৎসাহের জন্য চিরকৃতজ্ঞ। আপনি একজন গ্রেট খেলোয়াড় অসামান্য গুণের অধিকারী। খেলোয়াড়, ভক্ত এবং খেলাটাও আপনাকে মিস করবে, তামিম ভাই।’

তরুণ পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘অনেক ছোট ছিলাম যখন ক্রিকেট খেলাটা বুঝতে শুরু করি। তখনই তামিম ভাইয়ের খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। তখন ভাবিনি তামিম ভাইয়ের সাথে খেলার সৌভাগ্য আমার হবে। আমার অভিষেক ম্যাচটাও তামিম ভাইয়ের অধিনায়কত্বে খেলতে পেরেছি। আমি গর্বিত একজন কিংবদন্তি ক্রিকেটারের সাথে ক্রিকেট খেলায় সুযোগ হয়েছে। অনেক মিস করবো আপনাকে আন্তর্জাতিক ক্রিকেটে, তামিম ভাইয়া।’

জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আক্ষেপ করে লিখেছেন, ‘লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না! এটা ভেবেই অনেক খারাপ লাগতেছে।’

তামিমের এক সময়ের ওপেনিং সঙ্গী, যার সঙ্গে টেস্টে রেকর্ড জুটি আছে, সেই ইমরুল কায়েস এখন আছেন লন্ডনে। সেখান থেকে ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই দুঃখের এবং স্তম্ভিত হওয়ার মতো। বন্ধু তোমার আত্মোৎসর্গকে আমি সম্মান করি। তোমার সঙ্গে দীর্ঘদিন খেলতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি তোমার ব্যাটিংটা উপভোগ করতাম এবং অনেক কিছু শিখেছি। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

প্রায় সাবেক হয়ে যাওয়া জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। এভাবে বিদায় জানাবেন কখনো ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কি বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। শুভকামনা আপনার জন্য সব সময় ভাই…।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪