1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

কাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ

  • সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৯৭

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। তবে দুই দলের সামনে এখন লক্ষ্য ওয়ানডে সিরিজ। আগামীকাল (৫ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে রশিদ খানের দল টাইগারদের বিপক্ষে নামবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। 

প্রথম ম্যাচের আগে আজ (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের অধিনায়ক। শুরুতে টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, ‘উইকেট ভিন্ন। ঘাস রেখে দেওয়া হয়েছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটিং-বান্ধব উইকেট হয়। এখানেও তেমনই হবে আশা করছি। তবে দুই দলের জন্য প্রথম ১০-১৫ ওভার একটু চ্যালেঞ্জিং হবে। পেসারদের মধ্যে সবাই ভালো করছে। এখানে হয়তো চেঞ্জ হতে পারে। তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন।’

কোমরের চোটে ভুগলেও খেলার বিষয়ে অনড় তামিম, ‌‘আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে পুরোপুরি (শতভাগ) ফিট আছি। কালকে খেলার পর বুঝতে পারব কি অবস্থা। এখন পর্যন্ত জানি আমি আগামীকাল খেলব।’

এদিকে বাংলাদেশের কাছে একমাত্র টেস্ট ম্যাচে নাকানিচুবানি খাওয়ার পরে আফগানিস্তানের লক্ষ্য এখন ওয়ানডে সিরিজ। তবে এদিন সংবাদ সম্মেলনে এসে নিজেদেরকেই এগিয়ে রাখলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

এ সময় শহিদী বলেন, ‌‘আমরাও এখানে জয়ের জন্যই এসেছি। বাংলাদেশ ভাল করছে এটা ঠিক। কিন্তু আমরাও তো গত দুই বছর ধরে ভাল খেলছি। তো সেদিক থেকে দেখলে আমরা কোন অংশে কম নই। আমি মনে করি এই সিরিজ যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। স্পিনের দিক থেকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই উত্তর আমি আপনাদের দিতে বলব। আমার মন বলছে অবশ্যই আমরা এগিয়ে। কারণ বিশ্বের সব দলই জানে আমাদের স্পিনাররা ভাল। সেটা আমাদের পক্ষে কাজে দিবে। আমি অবশ্যই এ সিরিজে নিজেদের এগিয়ে রাখব।’

টেস্ট ম্যাচে সেরা দল ছিল না আফগানদের, তবে ওয়ানডেতে দলের প্রধান ক্রিকেটাররা ফেরায় ভালো করার প্রত্যাশা অধিনায়ক শহিদীর, ‘গত সিরিজের চেয়ে এবারের দলটা বেশ ভাল মনে করছি। এবার আমরা কিছু নতুন পেসার নিয়ে এসেছি, দলে ৫ জন পেসার আছে। ওরা সবাই নিজেদের প্রমাণ করতে পারবে বলে মনে করছি। টেস্টে আমরা আড়াই বছর ধরে খেলার বাইরে ছিলাম। তাছাড়া আমাদের সেরা ক্রিকেটাররাও ছিল না। কিন্তু ওয়ানডেতে আমরা অভিজ্ঞদের পাচ্ছি, পাশাপাশি এই ফরম্যাটে আমরা নিয়মিত খেলি এবং উন্নতিও করছি। তাই অবশ্যই আশা করি ওয়ানডের লড়াইটা ভাল হবে।’

‘আমরা ব্যক্তি নিয়ে চিন্তা করছি না। আমরা দলের বিপক্ষে খেলবো। ফলে সাকিব-শান্তদের নিয়ে না ভেবে আমরা অবশ্যই দল নিয়ে ভাবছি। যেমনটা সব দলের বিপক্ষেই করে থাকি। এশিয়া কাপ ও বিশ্বকাপ; দুই জায়গাতেই আমরা প্রথম ম্যাচে মুখোমুখি হব। সে কারণে এই সিরিজে যারা জিতবে তারা ওই ম্যাচগুলোর জন্য এগিয়ে থাকবে। আমরাও সেটাই ভাবছি যেন বিশ্বকাপ বা এশিয়া কাপের জন্য এগিয়ে থাকতে পারি,’ যোগ করেন শহিদী।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪