গাছ লাগাই, পরিবেশ বাঁচাই নিজে বাঁচি, আগামী প্রজন্ম বাঁচাই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে জাতির জনকের স্মরণে সারাদেশে শত প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এবং বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ কর্মসূচি চলছে।
প্রকৃতি বাঁচাতে এই বর্ষায় শত প্রজাতির বৃক্ষ রোপনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি।এ বিষয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে দেশব্যাপী এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে।
প্রকৃতি যত সুন্দর হবে মানুষ তত শান্তি পাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এ কর্মসূচি সারা বছর ব্যাপি পালন করা হবে।