খেলা ডেস্ক
ঢাকায় বাস্কেটবল কোর্ট নেই, নেই ফেডারেশনের অফিসও। এভাবে প্রায় এক বছরের বেশি সময় চলছে দেশের বাস্কেটবল। উডেন ফ্লোরের পরিবর্তে সিমেন্টের পিচে অনুশীলন হয়েছে। সেই দলই মালদ্বীপে পাঁচ জাতির টুর্নামেন্টে ফাইনালে উঠেছে।
মালদ্বীপ প্রথমবারে মতো পাঁচ জাতির টুর্নামেন্ট আয়োজন করছে। আজ সেই টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে ৭৯-৬৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথম কোয়ার্টারে ২৫-১৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ৪০-৩৬ পয়েন্টে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শুরু করে বাংলাদেশ। ৬৪-৪৭ পয়েন্টের লীড ছিল তৃতীয় কোয়ার্টারে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও ১৫ পয়েন্ট পেলে ফাইনালে উঠে বাংলাদশে।
পাঁচ জাতির বাস্কেটবলে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ। প্রথম অংশগ্রহণেই ফাইনাল খেলবে বাংলাদেশ। ২২ জুন শিরোপার লড়াই। এর আগে ২০১৭ সালে দক্ষিণ এশিয়া বাস্কেটবল চ্যাম্পিয়নশীপে (সাবা ) ফাইনাল খেলেছিল বাংলাদেশ।
বা বু ম / অ জি