1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে: বাসদ

  • সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৬৭

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছেন বলে মন্তব্য করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটি বলছে, বাজার নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার বিকেলে এক সমাবেশে এসব কথা বলেন বাসদ নেতারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ জ্বালানি ও বিদ্যুৎ–সংকট নিরসন, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বাজেটে অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বর্ধিত ফোরামের সদস্য আহসান হাবিব, খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি ওসমান আলী প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, চাল ও তেলসহ সব নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। এতে মানুষের জীবনে চরম সংকট নেমে এসেছে। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। করের আওতা বাড়িয়ে জনগণের ভোগান্তি আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে বিপদে আছেন শ্রমজীবী মানুষ। তাঁদের আয় বাড়েনি। কিন্তু খরচ অনেক বেড়েছে।

সমাবেশ সঞ্চালনা করেন বাসদ সদস্য জুলফিকার আলী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে শেষ হয়।

বা বু ম / এস আর

এবারের বাজেটে সরকার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতসহ উৎপাদনমুখী খাতগুলোয় বরাদ্দ না বাড়িয়ে অনুৎপাদনশীল খাতগুলোয় বরাদ্দ বাড়িয়েছে বলেও উল্লেখ করা হয় সমাবেশে। বক্তারা বলেন, কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে ঋণ ও ভর্তুকিনির্ভর করা হয়েছে। ফলে মানুষ আট বছর আগের তুলনায় চার গুণ দামে বিদ্যুৎ কিনছে। নবায়নযোগ্য জ্বালানির পথে না গিয়ে জীবাশ্ম জ্বালানিনির্ভর হওয়ায় সংকট তীব্র হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪