1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৭৪

শরীয়তপুর সংবাদদাতা

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়। আজ শুক্রবার সকালে উপজেলার সেনের চর ইউনিয়নের পশ্চিম সেনের চর ৪ নম্বর ওয়ার্ডে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরার পশ্চিম সেনের চরের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর সিকদারের সাথে ঢালী কান্দির বালু ব্যবসায়ী রিপন ঢালী ও আল ইসলাম খানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তারই অংশ হিসেবে আজ শুক্রবার সকালে রিপন ঢালীর চাচাতো ভাইয়ের ছেলে মানিকের সঙ্গে ঘুল্লার বাজার এলাকায় জাহাঙ্গীর সিকদারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এর কিছুক্ষণ পর রিপন ঢালী ও আল ইসলাম খানের লোকজন দেশিয় অস্ত্র, লাঠিসোটা ও ককটেল নিয়ে জাহাঙ্গীর সিকদারদের বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র, লাঠিসোটা ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ককটেল বোমার বিস্ফোরণে সিকদার গ্রুপের জাহাঙ্গীর সিকদার (৫৫),শাজাহান সিকদার (৭০), আ. রব সিকদার (৭৫), জিসান সিকদার (২০) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তাদের মধ্যে শাজাহান সিকদারকে ভর্তি করা হয় এবং বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে ওই হামলায় রিপন ঢালী গ্রুপের জিয়াউর ঢালী (৪৫), বাবুল ঢালী (৪০), শিপন ঢালী, (২৩), সিয়াম ঢালী (১৫), মোশারফ সরদার (৩৮) আহত হলে স্থানীয় লোকজন তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করেন। এছাড়াও দুই গ্রুপের সদস্যদের আহত অবস্থায় বাড়িতে ও মাদারীপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর সিকদারের স্ত্রী পারুল আক্তার জানান, বাজারে কি হয়েছে তা আমরা জানি না।

হঠাৎ বোমার শব্দে আমাদের ঘুম ভাঙ্গে। আমার স্বামী ঘর থেকে বের হলে তার দিকে বোমা নিক্ষেপ করে রিপন ঢালী ও তার লোকজন। এ সময় কমপক্ষে দুই শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন গুরুতর আহত হয় আমার স্বামী, ভাসুর, ভাসুরের ছেলেসহ আরো অনেকেই।

এ বিষয়ে জানতে রিপন ঢালীকে একাধিকবার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে তার ঘনিষ্ঠ আল ইসলাম খান মুঠোফোনে জানান, ঘুল্লার বাজারে অবস্থিত তাদের একটি দোকানে লুটপাট চালিয়েছে জাহাঙ্গীর সিকদারের লোকজন। এ নিয়েই মূলত গ্যাঞ্জাম।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা শোনার পর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪